বরিশালে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাতকে হাতেনাতে আটক

বরিশালের হিজলা উপজেলায় দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে হিজলা উপজেলাধীন মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে ওই ডাকাতদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এসএম তাহসিন রহমান।

কোস্টগার্ড সূত্র জানা যায়, রাতে বিসিজি স্টেশন হিজলা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২১’ উপলক্ষ্যে যৌথ অভিযান চালায়।

অভিযান শেষে টহল দল মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে বিসিজি স্টেশন হিজলায় যাচ্ছিল। পথে রাত সোয়া ১২টার দিকে একটি নৌকায় ১০ সদস্যের একটি ডাকাত দল চারটি রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির চেষ্টা করে।

এ সময় কোস্টগার্ডের টহল দল ১০ ডাকাতকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, চারটি দেশীয় রামদা, দুটি দেশীয় দা, সাতটি মোবাইল ফোন ও একটি টর্চলাইট জব্দ করে।

পরে আটক ১০ ডাকাতকে জব্দকৃত মালামালসহ হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.