ফিফা র‍্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ

অবশেষে ফিফা র‍্যাংকিংয়ে অগ্রগতি হলো বাংলাদেশের। গতকাল বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়ে ১৮৯ থেকে বাংলাদেশ উঠে এসেছে ১৮৭তম স্থানে। কিছুদিন আগে সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারিয়ে এবং ভারতের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। তবে মালদ্বীপের কাছে হার ও নেপালের সঙ্গে ড্র করে সাফ থেকে ছিটকে যায়।

শীর্ষ দুটি স্থান ধরে রেখেছে বেলজিয়াম এবং ব্রাজিল। তবে বেলজিয়ামের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আর্জেন্টিনাও আছে আগের পজিশন ৬ নম্বরে। এক ধাপ এগিয়ে তিনে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। চারে উঠে এসেছে ইতালি। দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে ইংল্যান্ড।

এক ধাপ এগিয়ে সাতে উঠেছে স্পেন, আটে নেমে গেছে পর্তুগাল। আগের মতো ৯ ও ১০ নম্বরে আছে যথাক্রমে মেক্সিকো ও ডেনমার্ক। দুই ধাপ এগিয়ে ১২তম স্থানে আছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তিন ধাপ পিছিয়ে ১৫তম স্থানে আছে উরুগুয়ে। ফিফার পরবর্তী র‍্যাংকিং প্রকাশিত হবে আগামী ২৫ নভেম্বর

You might also like

Leave A Reply

Your email address will not be published.