‘প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করছে মালয়েশিয়া’

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ার সরকার সে দেশে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে।

এ বিষয়ে মালয়েশিয়ার সরকার কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন তুন হুসেইন এ কথা জানান।

চিঠিতে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট মালয়েশিয়ায় করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ ট্যাবলেট রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশকে অনুরোধ করেন।

এ ছাড়া মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ও মালয়েশিয়া একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মালয়েশিয়ার নাগরিকদের সে দেশে ফেরত নেয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য ড. মোমেনকে ধন্যবাদ জানান।

You might also like

Leave A Reply

Your email address will not be published.