দেশের ঐতিহাসিক বিজয় উদযাপন করলো মোনার্ক মার্ট

বিদেশের মাটিতে প্রথমবারের মতো সাউথ আফ্রিকাকে হারালো বাংলাদেশ ক্রিকেট দল। এ উপলক্ষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল-হাসানের মোনার্ক মার্ট কেক কেটে বিজয় উদযাপন করেছে। শনিবার (১৯ মার্চ) সিটি সেন্টারে মোনার্ক মার্টের হেড অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে টিম বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাঠে স্বাগতিকদের বিরুদ্ধে এটিই বাংলাদেশের প্রথম জয়। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ রানে জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম বাংলাদেশ।

এদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে এই প্রথমবারের মতো জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমি শেখ হাসিনা জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোনার্ক মার্টের প্রধান পরিচালক কর্মকর্তা মো.জাহিদ কামাল। এছাড়া আরও উপস্থিত ছিলেন হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স মৃধা মোঃ সাইফুল ইসলাম, হেড অব কমার্শিয়াল আহমেদ মোস্তফা, হেড অব বিজনেস মাহাদি হাসান সহ মোনার্ক মার্টের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের যাত্রা করেছে। মোনার্ক মার্টের চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাকিব আল হাসান।

উল্লেখ্য, এবারের বিপিএল এ ফরচুন বরিশালের গোল্ড স্পন্সর হিসেবে ছিলো মোনার্ক মার্ট। এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজে আফগানিস্তানের স্পন্সর হিসেবে ছিলো বাংলাদেশের প্রাণ খ্যাত সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান ‘মোনার্ক মার্ট’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি লিগ-২০২২ এর কো-স্পন্সর হিসেবেও রয়েছে সাকিব আল-হাসানের মোনার্ক মার্ট।

You might also like

Leave A Reply

Your email address will not be published.