ঢাবি থেকে ৩৪ গবেষকের পিএইচডি, ১৫ জনের এমফিল ডিগ্রি অর্জন

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ৩৪ জন গবেষক পিএইচডি, ১৫ জন এমফিল ও একজন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়েছে।

পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরা হলেন দর্শন বিভাগের মো. আব্দুল কুদ্দুস ও আহমেদ জামাল আনোয়ার, ফলিত গণিত বিভাগের একেএম নাজিমউদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. আবু সালেহ্, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের মোছা. নূরজাহান বেগম, সুপ্রভাত কুমার সরকার ও মো. মাহ্মুদ হাসান, রসায়ন বিভাগের মো. মাহমুদুল হাসান, গণিত বিভাগের মো. মোশারফ হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রণামী চৌধুরী, ফারহানা ইসলাম খান ও শফিউল আজম শফি, অণুজীব বিজ্ঞান বিভাগের মো. নজরুল ইসলাম, মো. নাজমুল হক ও শাহ মঞ্জুর রাশেদ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ভক্ত কুমার বিশ্বাস, প্রাণিবিদ্যা বিভাগের শওকত ইমাম খান, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের আয়াতুন নেছা, অমৃতা ভৌমিক ও সোমা হায়াত, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের মুনিরা সুলতানা, ইংরেজি বিভাগের গোলাম গাউস আল-কাদেরী, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের মোহাম্মদ সেলিম চৌধুরী, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ এহসান উদ্দীন, ভূগোল ও পরিবেশ বিভাগের সায়মা আহমদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মো. বিল্লাল হোসেন, বাংলা বিভাগের মো. জাহাঙ্গীর আলম. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোছা. রূপালী খাতুন, ইসলামিক স্টাডিজ বিভাগের মুহাম্মদ জাকারিয়া ও সাজেদা হোমায়রা, সংগীত বিভাগের দেবাশীষ বেপারী, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সাজিদুর রহমান, ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের ফাহদ হুসাইন এবং চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের জেসান আরা। —বিজ্ঞপ্তি

You might also like

Leave A Reply

Your email address will not be published.