টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলার মুণ্ডারডিল এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। আজ বুধবার (১০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানার আওতাধীন মুন্ডারডিল এলাকা হয়ে ইয়াবা পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে এলাকায় দুইজন ব্যক্তিকে বস্তা নিয়ে রাস্তা পার হতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার জন্য সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা সাদা রঙের দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

খন্দকার মুনিফ তকি আরো বলেন, পরে বস্তা দুটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১,৩৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ ইয়াবাগুলো নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.