টস জিতে আজ বোলিং করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আজ শুক্রবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং উইন্ডিজ। শারজায় অনুষ্ঠিতব্য ম্যাচটিতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। যদিও গত ম্যাচে টস জিতে নিয়েছিল ব্যাটিং। টুর্নামেন্টে টাইগারদের বাজে পারফর্মেন্স দেখে অতিষ্ঠ দর্শক চায় লড়াকু ক্রিকেট। যাতে হারার আগেই হেরে না যেতে হয়।

সুপার টুয়েলভে বাংলাদেশের অবস্থা শোচনীয়। এখন পর্যন্ত ২ ম্যাচের দুটিতে হেরে পয়েন্ট টেবিলে অবস্থান পাঁচ নম্বরে। আর প্রতিপক্ষ উইন্ডিজও সমান দুই ম্যাচ বাজেভাবে হেরে বাংলাদেশের পেছনে আছে। তাই আজ টাইগারদের জন্য একটি অন্তত জয় পাওয়ার দারুণ সুযোগ আছে। এজন্য অবশ্যই গেইল-পোলার্ড-রাসেলদের আটকে রাখতে হবে। তাছাড়া তলপেটের নিচে চোট পাওয়ায় আজ খেলবেন না নুরুল হাসান সোহান।

শারজার উইকেট একদম নতুন ও তরতাজা। খানিকটা মন্থর ও নিচু বাউন্সের হতে পারে। মাঠটিও ছোট। যে উইকেটে এই ম্যাচ হচ্ছে, সেখান থেকে সবচেয়ে ছোট প্রান্তের সীমানা ৫৫ মিটার মাত্র। ৬১, মিটার, ৬২ মিটার লম্বা প্রান্তও আছে। সবচেয়ে বড় প্রান্তের সীমানা ৭৫ মিটার। সুতরাং, ক্যারিবীয় বিগ হিটারদের আটকানো হবে টাইগারদের জন্য চ্যালেঞ্জ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.