চৌমুহনীর মন্দিরে হামলার ঘটনায় চেয়ারম্যানসহ গ্রেফতার ৮০

নোয়াখালী চৌমুহনীতে মন্দিরে হত্যা, হামলা, ভাংচুর ও লুটপাটের  ঘটনায় এ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন ইউপি চেয়ারম্যান সহ ৮০ জনকে গ্রেফতার করেছে। বুধবার বিকাল সাড়ে ৫টার  দিকে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

অপরদিকে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কাদিরপুর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে মো. ইলিয়াস, একলাশপুর ইউনিয়নের আবুল বাশার ছেলে মিজানুর রহমান, গনিপুরের নুরনবীকে গ্রেফতার করা হয়। এছাড়া পূজামণ্ডপ হামলার ও ভাংচুরের ঘটনায় নোয়াখালী ডিবি একলাশপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমানকে গ্রেফতার করে।

নোয়াখালীর এসপি মো.শহিদুল ইসলাম জানান, বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে আসামিদেরকে চিহ্নিত করে অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এ বিষয়ে গ্রেফতার  অভিযান অব্যাহত থাকবে। এ পর্যন্ত পূজামণ্ডপে হামলা ও ভাংচুরের ঘটনায় ৪টি মামলায় ৮০ জনকে গ্রেফতার করা হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.