করোনা ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি বৈঠক

করোনা ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি বৈঠক শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে আসছেন বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলেই ‘গণরুম’ রয়েছে। যেখানে ছোট কক্ষে অধিকসংখ্যক শিক্ষার্থী গাদাগাদি করে বসবাস করে থাকেন।

বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে গতকাল রোববার থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন শুরু করেছেন। শিক্ষক সমতিও ক্যাম্পাস বন্ধের দাবি জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে ৪০টির বেশি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.