স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন খন্দকার মোশাররফের এপিএস ফোয়াদ

ফরিদপুরে সাবেক মন্ত্রী ও ফরিদপুর সদর আসনের বর্তমান এমপি খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ এইচ এম ফোয়াদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গতকাল রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসেন এ জবানবন্দি গ্রহণ করেন। দুই দফায় চারদিনের রিমান্ড শেষে ফোয়াদকে আদালতে সোপর্দ করে পুলিশ।

জানা গেছে, মানি লন্ডারিং ও হত্যা মামলাসহ আট মামলার আসামি এ এইচ এম ফোয়াদকে গত ১২ অক্টোবর ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন ১৩ অক্টোবর তাকে ২০১৬ সালের ১২ জুলাই সংঘটিত ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় ছোটন বিশ্বাস হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফফার জানান, মো. ফারুক হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে রাতে আদালতের নির্দেশে ফোয়াদকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার সিআইডির দায়ের করা দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলাসহ মোট সাত মামলার চার্জশিটভুক্ত আসামি ফোয়াদ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.