অবশেষে খুলল কাতারের শ্রমবাজার!

অনেক মাস বন্ধ রাখার পর ফের বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার খুলে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। গত প্রায় নয় মাস ধরে কাতারে বাংলাদেশী শ্রমিক নিয়োগ বন্ধ ছিল।

বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ খবর নিশ্চিত করে জানান, (কাতারের রাজধানী) দোহায় অনুষ্ঠিত এক যৌথ কারিগরি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রবাসী কল্যাণ সচিব সেলিম রেজার নেতৃত্বে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ওই বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কাতারে বিশাল কর্মযজ্ঞ চলছে। এ অবস্থায় বিপুল সংখ্যক বিদেশী শ্রমিক সেখানে কাজের সুযোগ পেলেও বাংলাদেশী শ্রমিকরা এতোদিন সুযোগবঞ্চিত ছিলেন। তাই দেশটিতে নতুন করে শ্রম বাজার খুলতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চেষ্টা চালিয়ে আসছিল।।

You might also like

Leave A Reply

Your email address will not be published.