সাফ: সেমিতে খেলার ‘ফিফটি-ফিফটি’ সুযোগ দেখছেন বাংলাদেশ কোচ

আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ৩৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। এবারের আসরে ফিফা র‌্যাংকিংয়ের ৯৯তম লেবানন এবং ১৪৩তম কুয়েত যুক্ত হওয়ায় বাংলাদেশের পথচলা কঠিন হয়ে গেছে। তবু আজ সোমবার দল ঘোষণার পর কাবরেরা জানালেন সাফ চ্যাম্পিয়নশিপে তার দলের লক্ষ্য সম্পর্কে।

এখন পর্যন্ত একবারই সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুরুষ দল। সেটাও ২০০৩ সালে। এরপর থেকে দেশের ফুটবল প্রতিনিয়ত নিম্মগামী হয়েছে। সম্প্রতি সিশেলসের মতো অচেনা দলের কাছেও ঘরের মাঠে হেরেছেন জামাল ভূঁইয়ারা। এমতাবস্থায় সাফের লক্ষ্য নিয়ে কাবরেরা বলেন, ‘আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করা এবং জেতা। সেমি-ফাইনালে উঠতে পারাটা আমার মনে হয় আমাদের জন্য ভালো লক্ষ্য হবে। এরপর আমরা পরের ধাপ নিয়ে ভাবব। লেবানন এবং কুয়েত খেলায় সাফ আমাদের জন্য আরও চ্যালেঞ্জিং হবে।’

কাবরেরা আরও বলেন, ‘এটা বাংলাদেশ, সমর্থক, ফেডারেশন এবং বিশেষ করে দল- সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। দায়িত্ব নেওয়ার শুরু থেকে আমি অনুভব করেছি, ছেলেরা এই টুর্নামেন্টে খেলতে সবসময় মুখিয়ে থাকে। র‌্যাংকিংয়ে লেবানন ৯৯তম, কুয়েত ১৪৩তম। নিশ্চিত করেই চ্যালেঞ্জিং হবে। কিন্তু বিষয়গুলো এরকমই, তবে সবার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আমাদের। গত সাফেও চ্যালেঞ্জ ছিল, এবার আরও বেশি চ্যালেঞ্জিং। আমি মনে করি, সেমি-ফাইনাল খেলার ফিফটি-ফিফটি সুযোগ আমাদের আছে।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.