ফুটবল স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১২ জন নিহত

এল সালভাদরের রাজধানী স্যান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে শনিবার পদপিষ্ট হয়ে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিহত দর্শকদের বয়স ১৮-র বেশি, তাদের মধ্যে দুজন নারীও আছে বলে জানিয়েছে পুলিশ। খবর রয়টার্স ও সিএনএনের।

কুসকাতলান স্টেডিয়ামে স্থানীয় ফুটবল দল আলিয়েনজা ও সান্তা অ্যানাভিত্তিক দল ফাসের মধ্যকার খেলা চলার সময় এ দুর্ঘটনা ঘটে।

গেট বন্ধ হয়ে যাওয়ার পরও বিপুলসংখ্যক সমর্থক স্টেডিয়ামটিতে ঢোকার চেষ্টা করলে এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়।

এ কারণে শুরু হওয়ার ১০ মিনিট পরই আলিয়েনজা ও ফাসের মধ্যকার খেলাটি স্থগিত হয়ে যায়। এই দুই দল এদিন প্রিমিয়ার ডিভিশনের কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল।

স্থানীয় গণমাধ্যমের দেওয়া ফুটেজে স্টেডিয়ামের প্রবেশপথে থাকা ব্যারিকেড সরাতে সমর্থকদের চেষ্টার দৃশ্য দেখা গেছে।

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে টুইটারে বলেছেন, যারাই দায়ী হোক, তাদের ছাড়া হবে না।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি জানিয়েছেন, কাছাকাছি হাসপাতালগুলো থেকে স্টেডিয়ামে অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন, আহতদের বিভিন্ন সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

সালভাদর ফুটবল ফেডারেশন এক সংক্ষিপ্ত বিবৃতিতে পদপিষ্টের ঘটনায় গভীর শোক জানিয়ে হতাহতদের পরিবারের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.