×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-২৮, সময় - ০৬:৫৭:৫৯

মুন্সিগঞ্জে আড়িয়ল বিলের একাংশ ভরাট করে নির্মাণ হচ্ছে বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রি পার্ক। বর্তমানে প্রকল্পটির ভূমি উন্নয়নের কাজ প্রায় শেষের দিকে। কেমিক্যাল ইন্ডাস্ট্রি পার্ক ছাড়াও এখানে বিল ভরাট করে নির্মাণ হচ্ছে নানা আবাসন ও শিল্প-কারখানাও। তৈরি হয়েছে কিছু সড়ক। এতে আরো ভরাট হয়ে পড়েছে বিল। বাধাগ্রস্ত হয়েছে বিলের পানিপ্রবাহ। হুমকিতে পড়েছে দেশী মাছ এবং কৃষিকাজের বড় আধার হিসেবে পরিচিত আড়িয়ল বিল।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আড়িয়ল বিলে ধান ও বিভিন্ন রবিশস্যের চাষ হয়। বর্ষায় মাছ চাষ ছাড়াও অনেক শামুক পাওয়া যায় এখানে। একসময় এ শামুক বিক্রি করেও অনেকের জীবিকা চলত। তবে সাম্প্রতিক বছরগুলোয় জৌলুস হারিয়েছে আড়িয়ল বিল।

সরজমিন দেখা যায়, কেমিক্যাল ইন্ডাস্ট্রি পার্ক প্রকল্প এলাকায় ভূমি উন্নয়নের কাজ চলমান রয়েছে। এজন্য বিলের একাংশ ভরাটের পর এখন আশপাশেও অনেক স্থানে তা ভরাট করে আবাসন প্রকল্পসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। বিলের ঠিক মাঝখান দিয়ে নির্মাণ হয়েছে বেশ কয়েকটি রাস্তা। এতে বাধাগ্রস্ত হচ্ছে বিলের পানিপ্রবাহ। বিলের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ায় এখন এখানে মাছের প্রাপ্যতা কমেছে। কমছে কৃষিজমির উৎপাদনশীলতাও।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...