×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৫-২২, সময় - ১১:৪৫:৪৯জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলন উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে এ কথা জানিছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতাল চিকিতসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হবেন।
দলীয় সূত্রে জানা গেছে, চলমান জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলোকে সামনে রেখে দলের সর্বোচ্চ অবস্থান তুলে ধরবে স্থায়ী কমিটি। বিগত কয়েকদিনে দফায়-দফায় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। ওইসব বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হবে সংবাদ সম্মেলনে।
বিএনপি সূত্রে জানা গেছে, গত দুই দিনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকগুলোতে দলীয় কৌশল, ভবিষ্যৎ কর্মপন্থা এবং সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে।
ধারণা করা হচ্ছে, ইশরাক হোসেন ইস্যুতে পরবর্তী পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
