×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২১-১২-০৪, সময় - ০৮:৫৬:২৩

সামনের সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভিডিও সাক্ষাৎ হওয়ার কথা জানা যাচ্ছে। তবে এ ব্যাপারে নির্দিষ্ট করে কোনো তারিখ জানানো হয়নি।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইউরি উসাকভ’কে উদ্ধৃত করে জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই সাক্ষাৎ হবে তাদের। তবে সেটি হবে ভার্চুয়ালি বৈঠক।
জানা গেছে, চলমান ইউক্রেন সঙ্কট নিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে রাশিয়ার দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এই বৈঠক হতে যাচ্ছে।

রাশিয়ার ওই কর্মকর্তা জানিয়েছেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার পরই বৈঠকের চূড়ান্ত সময় জানিয়ে দেওয়া হবে।

এদিকে গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ইউক্রেন পরিস্থিতি নিয়ে সুইডেনের স্টকহোমে বৈঠক করেন।


নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...