×

সর্বশেষ :
এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে সাইবার বুলিং! বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিট কেনা যাবে যত টাকায় খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ মোদির ভারতকে এমন শিক্ষা দিয়েছি, যা তারা কোনোদিন ভুলতে পারবে না: পাকিস্তান ২০২৫ সালে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া ইতালিতে দুর্গম পাহাড়ে মিলল হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ শাড়ি পরতে পছন্দ করেন? পরার যে ছোট্ট ভুলে মরণব্যাধী রোগের ঝুঁকি, রইল পরামর্শ এক সেফটিপিনের দাম ৯৩ হাজার টাকা আর ৪৭ লাখে মিলছে অটো ব্যাগ জিংক কি সর্দি–কাশি থেকে মুক্তি দেয়, চিকিৎসকের পরামর্শ চিয়া সিড নাকি ফ্ল্যাক্স সিড কোনটি বেশি উপকারী

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-৩০, সময় - ১৩:৩৫:৩৮

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির জন্মদিন ছিল গত ২৪ অক্টোবর। তবে জন্মদিনের উৎসব শুরু হয়েছিল এরও প্রায় চার দিন আগে এবং এখনও তা চলছে। দীর্ঘ প্রায় দুই সপ্তাহ ধরে নায়িকার দেওয়া একের পর এক পোস্ট থেকেই তা স্পষ্ট।

 

জন্মদিনের আগের দিন (২৩ অক্টোবর) মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন পরীমণি। সেখানে বিশেষভাবেই জন্মদিন পালন করতে যান বলে ধারণা করা হয়।

 

 

জন্মদিনের চার দিন পর (২৮ অক্টোবর), ফের নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানান পরীমণি। একটি ফুলের তোড়া হাতে নিয়ে তিনি ছবিও প্রকাশ করেন।

এরপর সবশেষ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘নিজেকে জন্মদিনের শুভেচ্ছা।’ সেই ভিডিওতে দেখা যায়, নায়িকা একটি জমকালো রেস্তোরাঁ বা হোটেলের ভেতরে দাঁড়িয়ে আছেন। পেছনের কাঁচের জানালায় মালয়েশিয়ার রাতের শহরের আলোকিত দৃশ্য দেখা যাচ্ছে। এমন পরিবেশে পরীমণিকে একটি ঘিয়ে রঙের ফ্লোরাল প্রিন্টের গাউন বা লম্বা পোশাকে দেখা যায়, মুখে উজ্জ্বল হাসি। তার সামনে দৃষ্টিনন্দন কয়েকটি কেক সাজানো রয়েছে। প্রতিটি কেকের ওপরেই মোমবাতি জ্বলছে, যার মৃদু আলোয় পুরো পরিবেশটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

ভিডিওটির প্রথম দিকে তিনি কেকগুলোর দিকে তাকিয়ে মুগ্ধতা প্রকাশ করেন। এরপর তিনি হাত জোড় করে যেন নিজেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে যেন তিনি নিজের জন্য এই জমকালো আয়োজনে ভীষণ আনন্দিত।

তবে দীর্ঘ প্রায় দুই সপ্তাহ ধরে এমনকি জন্মদিনের ৫ দিন পার হওয়ার পরও এভাবে উৎসব চলতে থাকায় ভক্তদের কাছেও মনে হচ্ছে এই নায়িকার জন্মদিন যেন শেষই হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...