‘সাইবারক্যাব’ ট্রেডমার্ক নিয়ে বিপাকে টেসলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১২, | ২১:৪২:৫৫ |
যেকোনো নতুন পণ্য বাজারে আনার আগে তার নাম ও স্বত্ব (ট্রেডমার্ক) সুরক্ষিত রাখা ব্যবসার সাধারণ নিয়ম। তবে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা এই সাধারণ নিয়মটি পালন করতে গিয়ে বড় ধরনের আইনি জটিলতায় পড়েছে। নিজেদের বহুল আলোচিত রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’-এর নাম নিয়ে এখন বিপাকে রয়েছে প্রতিষ্ঠানটি।

২০২৪ সালের ১০ অক্টোবর বিশ্বব্যাপী এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টেসলা তাদের চালকবিহীন ট্যাক্সি ‘সাইবারক্যাব’ উন্মোচন করে। তবে অবাক করার বিষয়, এই নামটির স্বত্ব পাওয়ার জন্য টেসলা আবেদন করে অনুষ্ঠান শেষ হওয়ার এক সপ্তাহ পর, অর্থাৎ ১৭ অক্টোবর। বিষয়টি জটিল রূপ নেয়।

যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসের তথ্য অনুযায়ী, টেসলার প্রাথমিক আবেদনটি আটকে যায় বিশ্বখ্যাত টায়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান পিরেলির একটি বিদ্যমান পেটেন্টের সঙ্গে নামের মিল থাকার কারণে। এই আইনি দীর্ঘসূত্রতার সুযোগ নেয় ফরাসি পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ইউনিবেভ’। টেসলা নামটির মালিকানা পাওয়ার আগে ইউনিবেভ ‘সাইবারক্যাব’ নামের স্বত্ব পেতে আবেদন করে বসে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ ডিসেম্বর ২০২৫ থেকে ইউনিবেভ এখন যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারে ‘সাইবারক্যাব’ নামের পূর্ণ স্বত্বের অধিকারী। অন্যদিকে, টেসলার আবেদনটি ২০২৫ সালের ১৪ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ব্র্যান্ড নামের মালিকানা পাওয়ার দৌড়ে টেসলা আপাতত আর এগোতে পারছে না।

বিশেষজ্ঞদের মতে, নাম ঘোষণার আগে নথিপত্রের কাজ শেষ না করায় এমন হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন টেসলার সামনে দুটি পথ খোলা আছে। বড় অঙ্কের অর্থের বিনিময়ে ইউনিবেভের কাছ থেকে নামটির স্বত্ব কিনে নেওয়া, অথবা তাদের রোবোট্যাক্সির নাম বদলে ফেলা। তবে টেসলা শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে, তা এখনো নিশ্চিত নয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...