বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২ | ৫ রজব ১৪৪৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৫, | ১৭:২৮:৩৫ |
পাহাড়ের ঠান্ডা, টানা শুটিং আর শরীরের অস্বস্তি সবকিছুর মধ্যেও থামেননি মিমি চক্রবর্তী। ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। রক্তচাপের ওঠানামায় চিকিৎসকদের কপালে ভাঁজ পড়লেও কাজ বন্ধ করার কথা ভাবেননি অভিনেত্রী। দলের কথা ভেবে বুকে হল্টার মনিটর বসিয়েই টানা ৪৮ ঘণ্টা শুটিং চালিয়ে যান মিমি।

প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, পাহাড়ে শুটিংয়ের সময় থেকেই শারীরিক সমস্যা শুরু হয়। নিয়মিত পর্যবেক্ষণের জন্য চিকিৎসকের পরামর্শে মিমির শরীরে বসানো হয় বিশেষ মনিটর। ক্যামেরার সামনে অভিনয় আর ক্যামেরার পেছনে চিকিৎসা দুটোই চলেছে পাশাপাশি। তবু সেটে মিমির মুখে ক্লান্তির ছাপ ছিল না। বরং শুটিংয়ের ফাঁকে রসিকতা করে তিনি বলে ওঠেন, তাঁদের নাকি কোনও ছুটি নেই।



সদ্য প্রকাশিত টিজারে মিমি ও সোহম মজুমদারের দুষ্টু-মিষ্টি রসায়ন ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে। তবে এবার সামনে এল পর্দার আড়ালের গল্প। ডুয়ার্সের পাহাড়ি হোটেলে শুটিং চলাকালীন একের পর এক অদ্ভুত দৃশ্যের মধ্যে দিয়েই কাজ করতে হয়েছে গোটা দলকে। কখনও হোটেলের লন ফুঁড়ে উঠে আসছে কঙ্কাল, কখনও রক্তে ভরা বাথটব, কখনও আবার নিজে নিজেই গড়িয়ে আসছে খেলনা গাড়ি। সবটাই ছবির প্রয়োজনে, কিন্তু পরিবেশ ছিল রীতিমতো গা ছমছমে।

এই ছবিতে মিমির সঙ্গে অভিনয় করছেন বনি সেনগুপ্ত, সোহম মজুমদার ও স্বস্তিকা দত্ত। প্রযোজকদের দাবি, ভয় আর হাসির মিশেলে তৈরি হয়েছে একেবারে আলাদা স্বাদের ছবি। বড়দিনে মুক্তির পরিকল্পনা থাকলেও বড় বাজেটের একাধিক ছবির ভিড়ে মুক্তি পিছিয়েছে। আগামী ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।

অসুস্থ শরীর নিয়েও দায়িত্ব পালনের এই গল্প যেন আবারও মনে করিয়ে দিল, পর্দার ঝলকের আড়ালে লুকিয়ে থাকে শিল্পীদের নিরব লড়াই। শীতের শহরে ভূতের হুল্লোড়ের সঙ্গে সেই লড়াইয়ের ছাপও এবার ধরা পড়বে রুপোলি পর্দায়।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...