প্রতি বছরই রজব মাসে রোজা রাখা নিয়ে কৌতূহল ও আগ্রহ দেখা যায় সাধারণ মুসলমানদের মাঝে । অনেকেই মনে করেন, এ মাসে রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। তবে ইসলামী শরিয়তের দৃষ্টিতে রজব মাসে রোজা রাখা নফল ইবাদত হিসেবে বৈধ হলেও এ মাসে রোজা রাখার জন্য আলাদা কোনো নির্দিষ্ট ফজিলত প্রমাণিত নয়।
রজব মাসের মর্যাদা
রজব ইসলামের চারটি সম্মানিত বা হারাম মাসের একটি। কোরআনে বলা হয়েছে, আল্লাহর বিধানে মাসের সংখ্যা বারোটি, এর মধ্যে চারটি মাস সম্মানিত। এসব মাসে নিজের ওপর জুলুম না করার নির্দেশ দেওয়া হয়েছে। এই চার মাস হলো রজব, জিলকদ, জিলহজ ও মহররম।
হাদিসে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বছরের চারটি মাস সম্মানিত; এর মধ্যে তিনটি ধারাবাহিক, জিলকদ, জিলহজ ও মহররম, আর একটি হলো রজব, যা জমাদিউস সানি ও শাবানের মাঝামাঝি।
এই মাসগুলো সম্মানিত হওয়ার কারণ হিসেবে আলেমরা দুটি বিষয় উল্লেখ করেছেন, এ সময়ে যুদ্ধ নিষিদ্ধ এবং অন্য সময়ের তুলনায় পাপের ভয়াবহতা আরও বেশি।
রজবে রোজা রাখার বিষয়ে শরিয়তের অবস্থান
সৌদি আরবের খ্যাতনামা আলেম ও লেখক শায়খ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ বলেন, রজব মাসে পুরো মাস বা নির্দিষ্ট কিছু দিন রোজা রাখার বিশেষ ফজিলত সম্পর্কে সহিহ কোনো হাদিস নেই। তাই রজব মাসকে আলাদা করে বিশেষ রোজার মাস মনে করার কোনো ভিত্তি শরিয়তে পাওয়া যায় না।
তিনি আরও বলেন, কিছু মানুষ রজবের নির্দিষ্ট দিনগুলোকে বিশেষ মর্যাদাসম্পন্ন মনে করে রোজা রাখেন, কিন্তু এর পক্ষে নির্ভরযোগ্য দলিল নেই।
তবে যেহেতু রজব পবিত্র মাসের অন্তর্ভুক্ত, সে কারণে সাধারণভাবে এ মাসে নফল ইবাদত হিসেবে রোজা রাখা যেতে পারে। তবে তা যেন অন্য হারাম মাসগুলোর সঙ্গে মিল রেখেই হয়, শুধু রজবকে আলাদা করে বিশেষায়িত করা ঠিক নয়।
প্রখ্যাত আলেমদের মতামত
ইবনে তাইমিয়া (রহ.) বলেন, রজব মাসে বিশেষভাবে রোজা রাখার বিষয়ে যেসব হাদিস প্রচলিত আছে, সেগুলো দুর্বল, এমনকি অনেক ক্ষেত্রে জাল। তাই সেগুলোর ওপর আমল করা যায় না।
ইবনুল কাইয়্যিমের (রহ.) ভাষ্য অনুযায়ী, রজব মাসে রোজা রাখা বা এ মাসের নির্দিষ্ট রাতে বিশেষ নামাজের কথা উল্লেখ করা সব হাদিসই ভিত্তিহীন।
অন্যদিকে, ফিকহুস সুন্নাহ গ্রন্থের লেখক সাইয়্যেদ সাবেক (রহ.) বলেন, অন্য যেকোনো মাসের রোজার চেয়ে রজব মাসে রোজা রাখা বেশি ফজিলতপূর্ণ নয়। তবে এটা যেহেতু পবিত্র মাস সেই বিবেচনায় নফল ইবাদত করা যেতে পারে। এর বাইরে আলাদা কোনো বিশেষত্ব প্রমাণিত নয়।
এ জাতীয় আরো খবর..