×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-০৪, সময় - ০৭:১৯:৫০বাড়ির উঠানে ঘুরছে তিন মেছোবাঘের শাবক, সঙ্গে তাদের মা। শাবকগুলোর মা স্থানীয়দের তাড়া খেয়ে পালিয়ে যায়। পরে তিন শাবককে উদ্ধার করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) কুমিল্লার বরুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নিশ্চিন্তপুর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা কাজী আব্দুল হাশেম মাস্টারের বাড়িতে বিকেলের দিকে তিনটি শাবক ও একটি বড় মেছোবাঘ আসে। তারা মোল্লা বাড়ির উঠানে ঘোরাঘুরি করছিল। এ সময় স্থানীয়রা বড় মেছোবাঘটি দেখে ভয় পেয়ে যায়।
