×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-০৭, সময় - ১১:৫৮:৪৬নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচি ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে আছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) সকাল থেকেই কড়া অবস্থান নিতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটিকে।
সাধারণত জুমার দিনে ১১টার পর থেকেই অনেকে বায়তুল মোকাররমে আসতে থাকেন। আজও নামাজ শুরুর আগেই অনেকে এসেছেন জাতীয় মসজিদে। প্রতি শুক্রবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে বায়তুল মোকাররমে। কিন্তু হিযবুত তাহরীরের কর্মসূচির কারণে আজ অন্যান্য জুমাবারের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা অনেকটা জোরদার করা হয়েছে।
সকাল থেকে যারা ভেতরে প্রবেশ করছেন তাদের অনেকের শরীর ও ব্যাগ তল্লাশি করা হচ্ছে।
