×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-০৮, সময় - ০৮:৫৪:৩১

আন্তর্জাতিক নারী দিবস নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের বিশ্বব্যাপী উদযাপন হলেও, বাংলাদেশে নারীর বিরুদ্ধে সহিংসতার পরিসংখ্যান উদ্বেগজনক এবং কঠিন বাস্তবতাকেই তুলে ধরে।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্য অনুসারে, ২০২০-২০২৪ সাল পর্যন্ত গত পাঁচ বছরে, বাংলাদেশে কমপক্ষে ১১ হাজার ৭৫৮ জন নারী ও মেয়ে শিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে, যার মধ্যে ৬ হাজার ৩০৫ জনকে ধর্ষণ করা হয়েছে।

আরও আশঙ্কার বিষয় হলো, যাদের ধর্ষণ করা হয়েছে তাদের মধ্যে ৩ হাজার ৪৭১ জনের বয়স ১৮ বছরের নিচে, যা মোট ঘটনার ৫৫ শতাংশেরও বেশি।

এর মধ্যে ১ হাজার ৮৯ জন নারী ও কন্যাশিশুকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে এবং ২০৭ জনকে যৌন সহিংসতার পর হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ১১৮ জনই শিশু।

এছাড়া, অন্তত ৫০ জন ভয়াবহ সহিংসতার ট্রমা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।

নারীর প্রতি সহিংসতার পরিধি কেবল ধর্ষণ নয়, এর বাইরেও বিস্তৃত।

গত পাঁচ বছরে ২ হাজার ৬২৪ জন নারী ও মেয়ে শিশু যৌন হয়রানির শিকার হয়েছেন।

এইচআরএসএসের তথ্য অনুসারে, এই সময়ে যৌতুকের জন্য ৩৫৫ জনকে শারীরিক নির্যাতন করা হয়েছে, যাদের মধ্যে ২৬ জন আত্মহত্যা করেছেন।

যৌতুক-সম্পর্কিত সহিংসতায় ২৯০ জন নারীর মৃত্যু হয়েছে।

একই সময়ে পারিবারিক সহিংসতার ঘটনায় ১ হাজার ২৬২ নারী নিহত, ৩৮৬ জন আহত এবং ৪১৬ জন আত্মহত্যা করেছেন।

অ্যাসিড হামলায় ৯৪ জন নারী ও কন্যাশিশু আহত হয়েছেন, যার মধ্যে ৯ জন এই ভয়াবহ হামলার ঘটনায় মারা গেছেন।

২০২৫ সালেও পরিস্থিতি একইরকম রয়ে গেছে, প্রথম দুই মাসের পরিসংখ্যানও উদ্বেগজনক।

অন্তত ২২৪ জন নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হয়েছেন, যার মধ্যে ১০৭ জনকে ধর্ষণ করা হয়েছে, যাদের মধ্যে ৬৬ জন অপ্রাপ্তবয়স্ক।

আরও ২৭ জন নারী ও শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে এবং ২৯ জন যৌন হয়রানির শিকার হয়েছেন, যার মধ্যে ১৬ জনই শিশু। যৌতুক-সম্পর্কিত সহিংসতার কারণে মারা গেছেন ছয় জন নারী, আহত হয়েছেন দুই জন।

পারিবারিক সহিংসতায় ৫৮ জন নারী প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ২০ জন আত্মহত্যা করেছেন। অ্যাসিড হামলায় মৃত্যু হয়েছে একজনের।

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বাংলাদেশে নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা, বৈষম্য এবং নারীবিদ্বেষের পেছনে বেশ কয়েকটি কারণ তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...