×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-০৪, সময় - ০৮:৪৬:২১

ফিলিস্তিনের গাজামুখী মানবিক ত্রাণবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে ইসরায়েলের বাধা দেওয়ার প্রতিবাদে গত বৃহস্পতিবার স্পেনজুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনার রাস্তায় হাজার হাজার মানুষ এই প্রতিবাদ-বিক্ষোভে অংশ নেয়, যেখানে তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানায়।

বার্সেলোনার বিভিন্ন এলাকা থেকে প্রতিবাদকারীরা শহরের কেন্দ্রীয় প্লাজা দে লেস দ্রাসানেসে একত্রিত হন। বার্সেলোনার পৌর পুলিশ বাহিনী (গার্ডিয়া আরবানা) নিশ্চিত করেছে যে, এই বিক্ষোভে প্রায় ১৫ হাজার মানুষ অংশ নিয়েছিল।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা নিয়ে ‘গাজা, তুমি একা নও’, ‘ইসরায়েল বয়কট করো’ এবং ‘ফিলিস্তিনের স্বাধীনতা’-সহ বিভিন্ন স্লোগান দেয়।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...