×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১৬, সময় - ০৮:১৭:৩৮

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় লাফ। ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি দুই হাজার ৬১৩ টাকা বাড়িয়ে এক লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা এতদিন এক লাখ ৫০ হাজার ৮৬২ টাকা বিক্রি হয়ে আসছিল।

রবিবার (১৬ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সোনার নতুন এই দাম সোমবার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ২৫ হাজার ৫৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এতদিন প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৪৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ২৩ হাজার ৪২৮ টাকায় বিক্রি হচ্ছিল। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা ছিল।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...