×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১৮, সময় - ১২:০৫:০৪

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ সময় দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস কোনো সরাসরি জবাব দেননি। তিনি বিষয়টিকে কূটনৈতিক আলোচনার বিষয় হিসেবে উল্লেখ করে আগাম মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

সোমবার (১৭ মার্চ) পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, নির্বাচনের কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এরপর নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর, পররাষ্ট্রমন্ত্রী প্রায় ৬০ দিন দায়িত্ব পালন করছেন—এমন পরিস্থিতিতে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছেন, তা জানতে চান।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...