×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১৯, সময় - ০৮:৩৬:০৩

ব্যাংকিং ডিপ্লোমা পাঠে বিষয়বস্তুর পরিবর্তন জরুরি হয়ে পড়েছে।মুখস্থ বিদ্যা কোনো কাজে আসে না। যদি ব্যাংকিং ডিপ্লোমা শেষ করার পর নতুন কোনো পণ্য, সেবা বা প্ল্যাটফর্ম চালু করতে না পারি, তাহলে এর প্রকৃত উপযোগিতা কী?

মালয়েশিয়ায় বাংলাদেশিরা বছরে ১১ বিলিয়ন ডলার আয় করছে, যার মধ্যে মাত্র ৫ বিলিয়ন ডলার দেশে আসে। আরও বিস্ময়কর বিষয় হলো, এর মধ্যে মাত্র‌ ২ বিলিয়ন ডলার ব্যাংকিং চ্যানেলে আসে। তাহলে আমাদের সব ব্যাংকের সম্মিলিত প্রচেষ্টায় কি বাকি ৩ বিলিয়ন ডলার আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় আনার জন্য সক্রিয়ভাবে কাজ করা উচিত নয়?

বাংলাদেশ অন্ততপক্ষে আরো ১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলে আনার জন্য জোরদার কর্মসূচি গ্রহণ করতে পারে, যা ব্যাংকগুলোর জন্য একটি কম খরচে আমানত সংগ্রহের অন্যতম প্রধান উৎস হতে পারে। যদি এই অর্থ ব্যাংকিং চ্যানেলে আসে, এটি ব্যাংকিং খাতের জন্য একটি গেম-চেঞ্জার হবে বলে আমি মনে করি।

শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, আমাদের কি কার্যকর এক/একাধিক প্ল্যাটফর্ম তৈরি করার দিকে মনোযোগী হওয়া উচিত নয়?

ভারতে ইউপিআই (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) চালু করারট জন্য্ তাদের ব্যাংকার্স অ্যাসোসিয়েশন প্রথমে কেন্দ্রীয় ব্যাংক আরবিআইকে অনুরোধ করেছিল। ইউপিআই হচ্ছে একটি মোবাইল-ভিত্তিক‌ পেমেন্ট প্ল্যাটফর্ম, যা ব্যাংক থেকে মোবাইল ওয়ালেটে এবং মোবাইল ওয়ালেট থেকে ব্যাংকে তাৎক্ষণিকভাবে টাকা স্থানান্তরের সুবিধা দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক লেনদেনে সংযোগ স্থাপন করতে পারে। পরে ভারতে এটি বাস্তবায়িত হবার পর ইউপিআই এখন বিশ্বব্যাপী ব্যাংকগুলোর জন্য একটি মডেল হিসেবে কাজ করছে।

আমরা কি এই ধরনের কাজ করার জন্য কি ব্যাংকারদের বিভিন্ন গ্রুপে ভাগ করে কাজের কোনো উদ্যোগ নিতে পারি? আমরা শুধু ডিপ্লোমা পরীক্ষার জন্য তত্ত্ব মুখস্থ করার চেয়ে‌ এই ধরনের টেকসই এবং লাভজনক নতুন কিছু তৈরি করতে আগ্রহী হব কবে?

ব্যাংকিং খাতে নতুন প্ল্যাটফর্ম, পণ্য বা নীতি তৈরির জন্য বিভিন্ন বিষয়ে দক্ষ ব্যাংকারদের গ্রুপভিত্তিক কাজ করা দরকার। উদাহরণস্বরূপ, ব্যাংকারদের নিম্নলিখিত কিছু বিশেষায়িত গ্রুপে ভাগ করা যেতে পারে—

১) রেমিট্যান্স এবং আন্তঃসীমান্ত পেমেন্ট গ্রুপ: কিভাবে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো যায়, বিশেষ করে অনানুষ্ঠানিক চ্যানেল থেকে ব্যাংকিং চ্যানেলে আনা যায়, সেই বিষয়ে তারা কাজ করবে।

২) ডিজিটাল ব্যাংকিং ও ফিনটেক গ্রুপ: ইউপিআইর মত প্ল্যাটফর্ম, ব্লকচেইন-ভিত্তিক সল্যুশন, স্মার্ট পেমেন্ট গেটওয়ে তৈরি করা নিয়ে গবেষণা করবে। উপরের দুইটি গ্রুপের জন্য ইউপিআই এবং আসিয়ান অঞ্চলের ‘নেক্সাস পেমেন্ট’ দুর্দান্ত উদাহরণ হতে পারে। ‌

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...