দেখতে দেখেতে আড়াই বছরে পা দিয়েছে বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর
কাপুরের মেয়ে রাহা কাপুর। একমাত্র মেয়ের জন্য এবার সিনেমায় নতুন পরিকল্পনা
নিয়েছেন আলিয়া। তিনি চান, তার অভিনীত সিনেমা উপভোগ করুক তার মেয়েও। তাই
ভিন্ন আঙ্গিকের সিনেমার দিকেই ঝুঁকছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি
গ্রাজিয়া ম্যাগাজিনের বিশেষ এক সাক্ষাৎকারে অংশ নেন আলিয়া। সেখানেই জানান,
সিনেমা নিয়ে তার নতুন পরিকল্পনার কথা। আলিয়া বলেন,
ক্যারিয়ারে অনেক সিনেমায় কাজ করেছি। কিন্তু রাহা দেখতে পারে এমন
উপভোগ্য ও হাসির সিনেমা করিনি। এখন কমেডি নির্ভর সিনেমায় গুরুত্ব দিচ্ছি।
আর কমেডি নির্ভর সিনেমা আমি আগে কখনও করিনি। তাই পরিকল্পনা অনুযায়ী কাজ
এগোচ্ছে। আশা করি, আগামীতে কমেডি ধাঁচের সিনেমায় ভক্তরা আমাকে দেখতে
পারবেন।
বর্তমানে সঞ্জয়লীলা বানসালির ‘লাভ এন্ড ওয়ার’সিনেমার শুটিং নিয়ে
ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমায় তার স্বামী, বলিউড অভনেতা রণবীর কাপুরও
রয়েছেন। রাহাকে ছেড়ে দুজনের সিনেমায় শুটিং দেয়াটা একটু কঠিন বলে মনে করেন
অভিনেত্রী। বলেন,
রাহাকে ছেড়ে শুটিং সেটে থাকাটা কঠিন। তাই দিনের বেলায় মেয়েকে সময় দিই।
বেশিরভাগ শুটিং রাতেই করি। অনেক সময় শুটিংয়ে মেয়েকে নিয়েও যাই। আবার কখনও
এমনও হয় আমি শুটিংয়ে থাকলে রণবীর বাসায় থাকে আবার রণবীর শুটিংয়ে থাকলে আমি
বাসায় থাকি। কখনো ওকে একা ছাড়ি না।
সবশেষে বলিউডের এ সফল অভিনেত্রী বলেন,
রাহা এখন স্কুলে যাচ্ছে। প্লে ডেট থাকে। দাদু, দাদীদের সঙ্গে সময়
কাটায়। যখন আমি আর রণবীর দুজনেই শুটিংয়ে থাকি তখন আমাদের দুজনের পরিবার ও
মেয়ের ন্যানিরা ওকে দেখে রাখে। এরজন্য তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ।
রোমান্টি সিনেমা ‘লাভ এন্ড ওয়ার’র পর হাই-অ্যাকশন থ্রিলারধর্মী
সিনেমা ‘আলফা’য় দেখা যাবে আলিয়াকে। নতুন সিনেমায় পর্দায় একজন নারী কমান্ডার
অফিসারের চরিত্রে ধরা দেবেন এ বলিউড অভিনেত্রী।
এ জাতীয় আরো খবর..