×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২০-০৬-০৭, সময় - ১০:৪০:৪১

আবৃত্তি সংসদ কুমিল্লার ২৯ বছর উপলক্ষে অন্তর্জাল উৎসব চলছে ০৫ জুন থেকে। আজ ০৭ জুন রবিবার উৎসবের তৃতীয় দিনের অনুষ্ঠান দেখা যাবে সংগঠনটির গ্রুপ পেজ লাইভে বিকেল সাড়ে পাঁচটা ও রাত সাড়ে নয়টায়।

অনুষ্ঠানসূচীঃ

১ম পর্ব। ০৭ই জুন, ২০২০, বিকেল ৫ঃ৩০ থেকে সন্ধ্যা ৭ঃ৩০।
আমন্ত্রিত অতিথি-
হাসান ইমাম মজুমদার।
বদরুল হুদা জেনু।
মানসী দাস (কলকাতা)।
দীপক চন্দ্র ঘোষ।
আয়াজ মাবুদ।
গোলাম মোস্তফা।
আরিফ কাদরি।
ফয়সাল আহমেদ অনন্ত।

২য় পর্ব। ৭ই জুন, ২০২০, রাত ৯ঃ৩০ থেকে রাত ১১ঃ৩০।
আমন্ত্রিত অতিথি-
রবিশঙ্কর মৈত্রী (ফ্রান্স)।
শাউলি রায় (ভারত)।
রাশেদ চৌধুরী (যুক্তরাষ্ট্র)।
সাইফুল মিঠু (যুক্তরাজ্য)।
নাহিদ ফারাজানা (যুক্তরাষ্ট্র)।
বিদিতা ভট্টাচার্য চক্রবর্তী(যুক্তরাষ্ট্র)।
সংযুক্তা রায় মুন (যুক্তরাষ্ট্র)।
রিজোয়ান হৃদয় (যুক্তরাষ্ট্র)।

সঞ্চালনায় থাকবেন কবি,
আবৃত্তি শিল্পী,
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের
যুগ্ম সম্পাদক
জনাব কাজী মাহতাব সুমন

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...