ইয়াশ রাজ ফিল্মসের বহু প্রতীক্ষিত নারী প্রধান গুপ্তচর ছবি
**‘আলফা’**র শুটিং শেষ হয়েছে। শেষ দৃশ্যেই ধারণ করা হয়েছে ছবির সবচেয়ে বড়
আকর্ষণ আলিয়া ভাট ও শর্বরীর মধ্যে এক দুর্দান্ত নাচের দ্বন্দ্ব। পুরোপুরি
মুখোমুখি প্রতিযোগিতা হিসেবে সাজানো হয়েছে গানটি। আলিয়া ও শারভরীর জন্য
আলাদা দুজন শিল্পী কণ্ঠ দিয়েছেন, যা প্রতিদ্বন্দ্বিতার আবহকে আরও তীব্র
করেছে।
ইয়াশ রাজের স্পাই ইউনিভার্সে গান সব সময়ই বিশেষ জায়গা করে নেয়। ‘এক
था টাইগার’-এর মাশাল্লাহ থেকে শুরু করে ‘পাঠান’-এর ঝুমে যা পাঠান প্রতিটি
গান দর্শকদের মনে দাগ কেটেছে। সেই ধারাবাহিকতায় এবার ‘আলফা’য় আসছে এমন এক
নাচের লড়াই, যা নতুন আইকনিক মুহূর্ত হয়ে উঠতে পারে বলেই মনে করছেন ভক্তরা।
এ জাতীয় আরো খবর..