×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৯-০১, সময় - ০৫:৪৬:৫৭
ইয়াশ রাজ ফিল্মসের বহু প্রতীক্ষিত নারী প্রধান গুপ্তচর ছবি **‘আলফা’**র শুটিং শেষ হয়েছে। শেষ দৃশ্যেই ধারণ করা হয়েছে ছবির সবচেয়ে বড় আকর্ষণ আলিয়া ভাট ও শর্বরীর মধ্যে এক দুর্দান্ত নাচের দ্বন্দ্ব। পুরোপুরি মুখোমুখি প্রতিযোগিতা হিসেবে সাজানো হয়েছে গানটি। আলিয়া ও শারভরীর জন্য আলাদা দুজন শিল্পী কণ্ঠ দিয়েছেন, যা প্রতিদ্বন্দ্বিতার আবহকে আরও তীব্র করেছে।
ইয়াশ রাজের স্পাই ইউনিভার্সে গান সব সময়ই বিশেষ জায়গা করে নেয়। ‘এক था টাইগার’-এর মাশাল্লাহ থেকে শুরু করে ‘পাঠান’-এর ঝুমে যা পাঠান প্রতিটি গান দর্শকদের মনে দাগ কেটেছে। সেই ধারাবাহিকতায় এবার ‘আলফা’য় আসছে এমন এক নাচের লড়াই, যা নতুন আইকনিক মুহূর্ত হয়ে উঠতে পারে বলেই মনে করছেন ভক্তরা।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...