×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৮-২৭, সময় - ০৫:২৩:৩৩

চিলির মাগাল্লানেস অঞ্চলের একটি ছোট্ট শহর পোরভেনিরের বাসিন্দাদের হৃদয় জয় করে নিয়েছে একটি বিড়াল। পুলিশের পোশাক গায়ে চাপিয়ে এখন সে রীতিমতো পুরো থানা দাপিয়ে বেড়াচ্ছে। নাম তার নারুতো।

ছোট্ট পুলিশ ভেস্ট পরে একেবারে মাসকটের ভূমিকায় অবতীর্ণ এই পুলিশ বিড়াল সামজিক মাধ্যমেও ঝড় তুলেছে।

জানা গেছে, একদিন কুকুরের তাড়া খেয়ে ভয়ে কাঁপছিল বিড়ালটি। তখনই দায়িত্বে থাকা পুলিশ অফিসার ক্রিশ্চিয়ান গারিদো তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। ঠান্ডায় কাঁপতে থাকা বিড়ালটির আশ্রয় হয় থানার ভেতরেই। তার নাম দেওয়া হয় নারুতো। সেই থেকেই শুরু হয় তার নতুন যাত্রা।

ধীরে ধীরে সবার প্রিয় হয়ে ওঠে বিড়ালটি। প্রতিটি রুমে গিয়ে সবার সঙ্গে খেলাধুলা করে। এরপর তাকে পরিয়ে দেওয়া পুলিশ ভেস্ট। আর সেই ভেস্ট পরেই সে এখন ঘুরে বেড়ায় অফিসের এক কক্ষ থেকে আরেক কক্ষে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...