×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৯-১৪, সময় - ০৮:০৯:০৬রক্তক্ষয়ী জেনজি বিক্ষোভ শেষে, সরকার গঠন নিয়ে অচলাবস্থার অবসান হয়েছে নেপালে। আজ রোববার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুশীলা কার্কি। সিংহদরবারে দায়িত্ব নেওয়ার আগে সকালে তিনি লাইনছউরের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
দায়িত্ব গ্রহণের দিনই তিনি জেন-জি বিক্ষোভে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি নিহত পরিবারের জন্য ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। একইসঙ্গে নিহতদের ‘শহীদ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে হিমালয়ান টাইমস।
