×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-২৫, সময় - ১১:১৯:০০জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা নতুন স্পোর্টস ইউটিলিটি ভেইকেল বা এসইউভি আনছে। এটি ছোট আকারের। কিন্তু ফিচারে ভরপুর।
এই গাড়ি টয়োটা এসইউভি নামেই বাজারে আসতে পারে। ইনোভা ক্রিস্টা ও ফরচুনারের মতই আরও একটি এসইউভি এবার টয়োটার ব্যানারে আসতে চলেছে। এই দুটি মডেলের ডিজাইনের মতই হবে গাড়িটির লুক, খরচও কমবে অর্থাৎ গাড়ির দামও কমবে। বাজেটের মধ্যেই এবার এসইউভিপ্রেমীরা কিনতে পারবেন এই গাড়ির মডেলটি।
