×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-০৯, সময় - ১১:৪৭:০৪

শেখ হাসিনা সরকারের আমলে মুখে তালাবন্ধ রেখে কথা বলতে হতো এমনি অভিযোগ করেছেন অনেক শিল্প নির্মাতারা। এখন শিল্প জগতের বিচরণ ঘটছে অবলীয়ায়। তারই বড় প্রমাণ রাখলেন পরিচালক ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আওয়ামী দুঃশাসনের পটভূমি তুলে ধরে তৈরি করেছেন ‘৮৪০’ নামের একটি সিনেমা! বিষয়টি পরিষ্কার করেছেন ফারুকী নিজেই।

আগামী ১৩ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘৮৪০’। ২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। এ নাটকের মাধ্যমে ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতির উত্থান-পতনের গল্প বলার চেষ্টা করেন তিনি। আর ২০২৪-এ বড় পরিসরে বানালেন ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। এটি এখন মুক্তি পাচ্ছে সিনেমা হলে, এরপর পর্যায়ক্রমে টেলিভিশন ও ওটিটিতে মুক্তি পাবে।

ট্রেলারে অভিনেতা নাসির উদ্দিন খানকে বলতে শোনা যায়, ‘আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোকও আমারে ভালোবাসল না কেন…?’ বিষয়টি নিয়ে ফারুকী আগেই জানিয়েছিলেন, এটি রাজনৈতিক বিদ্রূপধর্মী কাজ।

এ প্রসঙ্গে আগে দেওয়া ফেসবুক পোস্টে ফারুকী লিখেছিলেন, ‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই ‘৪২০’। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে। যেটার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম, এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে এটা কোন সাহসে বানালাম?’

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...