×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-১৪, সময় - ১০:২৭:২৩

তিন বছর না যেতেই বেহাল অবস্থা দেখা দিয়েছে শেরপুরের আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। ভূমিহীন ও গৃহহীনদের জন্য তিন বছর আগে দেওয়া ঘরগুলোতে ফাটল ধরে প্লাস্টার খুলে পড়তে শুরু করেছে। ফলে যে কোনো সময় দেয়াল ভেঙে পড়ার শঙ্কা করছেন বাসিন্দারা।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের দরবেশের পুকুর পাড়ের আশ্রয়ণ প্রকল্পের ঘরে এমন অবস্থা দেখা গেছে।

১৩টি পরিবারকে ২০২১ সালে ঘর বরাদ্দ দেয় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। পরিবারগুলো তখন থেকেই বসবাস করে আসছে, এই আশ্রয়ণের ঘর গুলোতে ফাটল দেখা দিয়েছে। আশ্রয়ণ প্রকল্পের ফেটে যাওয়া এসব ঝুঁকিপূর্ণ ঘরগুলোতে বসবাস করছেন ভূমিহীন ও গৃহহীন মানুষরা।

বাসিন্দাদের অভিযোগ, ঘর নির্মাণের সময় নিম্মমানের উপকরণ ব্যবহার ও মানসম্মতভাবে ঘরগুলো নির্মাণ না করার কারণে নির্মাণের প্রায় দুই বছর পরই অধিকাংশ ঘরগুলোর ভেতরে ও বাইরে ফাটল দেখা দিয়েছে। এমন পরিস্থিতে এই ঘরগুলোতে বসবাস করা কঠিন হয়ে পড়েছে বলে জানান আশ্রয়ণের বাসিন্দারা।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে, উপজেলার সোহাগপুর গ্রামের দরবেশের পুকুর পাড়ের নির্মাণ করা হয়েছে ১৩টি আশ্রয়ণের ঘর। এর মধ্যে ১০ আশ্রয়ণে ঘরে দেখা দিয়েছে ফাটল। ফাটলের কারণে প্রতিটি ঘরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। অনেকেই ফাটলগুলো নিজেরাই মেরামত করার চেষ্টা করেছে। তবে দ্রুতই যদি ঝুঁকিপূর্ণ ঘরগুলো মেরামত করা না হয় তাহলে ঘরগুলো ধসে পড়ার শঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...