×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-১৭, সময় - ০৭:০৭:৫৫অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে উড়ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার পর স্বাগতিক মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। মালয়েশিয়াকে এদিন মাত্র ২৯ রানে অলআউট করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুয়ালালামপুরে মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলকে ১২০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে।
জবাবে ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানেই অলআউট হয়ে যায় মালয়েশিয়া। এদিন মাত্র ৩ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করে স্বাগতিকদের গুড়িয়ে দিয়েছেন।
এই জয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এশিয়া কাপের শেষ চারে খেলা নিশ্চিত করেছে।
বাংলাদেশের দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নেমে প্রায় প্রতি ওভারেই উইকেট হারিয়েছে মালয়েশিয়া। স্বাগতিকদের পক্ষেই কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নূর আলিয়া। তিনজন খেলোয়াড় পারেননি রানের খাতা খুলতে।
৭ রানের মাথায় নূর দানিয়াকে আউট করে ধ্বংসযজ্ঞ শুরু করেন নিশিতা আক্তার নিশি। পরের ওভারে এসে নূর আলিয়াকেও ফেরান তিনি।
