×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৮-২২, সময় - ০৬:৪৯:৩৯আসন্ন নভেম্বরে মুক্তি পাচ্ছে দক্ষিণী অভিনেতা রাম পোথিনেনি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা আন্ধ্র কিং তালুকা। আগামী ২৮ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। মুক্তির আগেই সিনেমাটি ঘিরে দর্শক-সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
