×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-১৮, সময় - ১১:১৪:৫৮জীবন এমন হওয়র কথা ছিল না; দু’চোখে স্বপ্ন ছিলো লেখাপড়া শেষ করে বিসিএস দিয়ে বড় কর্মকর্তা হবেন, দেশের সেবা করবেন। কিন্তু সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে। বৃদ্ধ বাবা, অসুস্থ মাকে নিয়ে সংসার চালাতে গিয়ে অনেকটা বাধ্য হয়েই ফুটপাতে চায়ের দোকান দিতে হয়েছে তাকে।
বলছি খুলনার দৌলতপুর উপজেলার কৃষক পরিবারে জন্ম দিয়া বিশ্বাসের কথা। রাজধানীর মিরপুর ২ নম্বর সেক্টরের মন্দিরের পাশে থাকালেই চোখে পড়বে একটি চায়ের দোকান।
