×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-২২, সময় - ০৯:৩০:৩৮

সৃষ্টির সেরা জীব মানুষ প্রতি মুহূর্তে আল্লাহ তায়ালার নেয়ামত ভোগ করছে। মানুষ সুখে থাক, দুঃখে থাক প্রতি মুহূর্তেই আল্লাহর নেয়ামতে ডুবে আছে। মানুষের জন্য আল্লাহ তায়ালার সব থেকে বড় নেয়ামত হলো শ্বাস-প্রশ্বাস গ্রহণ। কেউ হাজারো দুঃখে থাকলেও শুধু এতোটুকু ভেবে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তায়ালা তাকে প্রতি মুহূর্তে শ্বাস নেওয়ার শক্তি দিয়েছেন।

শ্বাস নেওয়ার শক্তি না থাকলে শক্তি না থাকলে মানুষ আর মানুষ থাকে না। তাকে লাশ বলা হয়। শুধু শ্বাস-প্রশ্বাসের কথা ভাবলেই আল্লাহর নেয়মতের প্রতি কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে।

এছাড়াও মানুষ প্রতি মুহূর্তে আল্লাহর অগণিত যে নিয়ামত গ্রহণ করছে তার হিসাব করলে গণনা করে শেষ করতে পারবে না। মানুষের আপাদমস্তক পুরোটাই মহান রবের মহানিয়ামতে ভরপুর। জীবনভর গণনা কিংবা চিন্তা গবেষণা করে এ নিয়ামতের প্রকৃত সংখ্যা কখনোই বের করা সম্ভব নয়।

মহান আল্লাহ বলেন, ‘যদি আল্লাহর নিয়ামত গণনা করো, শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।’ (সূরা আন নাহল, আয়াত : ১৮)

মানুষের দেহের বাইরে ভোগ্য-অভোগ্য, দৃশ্যমান-অদৃশ্যমান অসংখ্য নিয়ামত, যা মূলত মহান আল্লাহরই মহা-অনুগ্রহ, মহাদান। এসব নিয়ামতের বেশির ভাগ মানুষ আল্লাহর কাছে চায়, আবার কোনোটি না চাইলেও মহান রব তার বান্দাদের আপন অনুগ্রহে দান করেন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...