৩০ কেজি ওজনের কাতলটির দাম ৪৮ হাজার টাকা!

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর ফেরিঘাটের উজান থেকে ৩০ কেজি ওজনের একটি বিশাল আকারের কাতল মাছ ধরা পড়েছে। যার দাম ৪৮ হাজার টাকা।

মঙ্গলবার ভোররাতে দৌলতদিয়ার জেলে জয়নাল হালদারের জালে কাতল মাছটি ধরা পড়ে।

কাতল মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মোল্লার আড়তে বিক্রির উদ্দেশে আনলে ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৬০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন। এ সময় মাছটি এক নজর দেখতে স্থানীয় জনতা ফেরিঘাটে ভিড় করেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি উন্মুক্ত স্থানে নিলামে উঠলে আমি ১৬০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার টাকায় ক্রয় করি। এখন মাছটি ১৭০০ টাকা কেজি দরে বিক্রি করব বলে বড় বড় ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, বর্তমানে পদ্মা নদীর যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.