‘১৯৭১ এর যুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাস সোনার অক্ষরে লেখা থাকবে’

১৬ ডিসেম্বর ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তান বাহিনীর প্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি, ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশী মুক্তিবাহিনীর নেতৃত্বদানকারী লেফটেন্যান্ট জেনারেল জাগজিত সিং আরোরার নিকট ৯৩,০০০ সৈন্যসহ ঢাকায় আত্মসমর্পণ করেন। তারপর থেকে বাংলাদেশে প্রতিবছর ১৬ ডিসেম্বর দিনটি ‘বিজয় দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষ্যে আজ সকালে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। হিন্দি ভাষায় পোস্ট করা টুইটে তিনি লিখেনঃ

“আমি ভারতীয় সৈন্যদের সাহস এবং বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ১৯৭১ এর যুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনী যে ইতিহাস তৈরি করেছিল তা সোনার অক্ষরে লেখা থাকবে।“

এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, যে কোন পরিস্থিতিতে দেশকে সুরক্ষা দেয়া সশস্ত্র বাহিনী নিয়ে ভারত গর্ববোধ করে। এক বার্তায় তিনি আরও বলেন, অদম্য সাহসী এবং বীরত্বের পরিচয় দেয়া ভারতীয় সশস্ত্র বাহিনীকে গোটা জাতি শ্রদ্ধা জানায়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.