সোনার বাংলা সাহিত্য পরিষদ পুরস্কার ঘোষণা

বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য সোনার বাংলা সাহিত্য পরিষদ পুরস্কার ও নগদ অর্থ প্রদানের ঘোষণা দিয়েছে।

এ বছর কবিতায় পুরস্কার পাচ্ছেন কবি ফারুক মাহমুদ, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, কথাসাহিত্যে নূরুউদ্দিন জাহাঙ্গীর।

এছাড়া তিন তরুণ লেখক কানিজ পারিজাত, প্রিন্স আশরাফ ও শিশুসাহিত্যিক মামুন সারওয়ারও পাচ্ছেন এ সাহিত্য ও অর্থ সম্মাননা।

শিগগিরই অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের এ পুরস্কার দেয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোনার বাংলা সাহিত্য পরিষদ গত ছয় বছর ধরে নবীন-প্রবীণ লেখকদের পুরস্কৃত করে আসছে।

ইতোমধ্যে যাদের পুরস্কার দেয়া হয়েছে তারা হলেন- সাদাত হোসাইন, অদ্বৈত মারুত, আহমেদ জুয়েল, সালাহ উদ্দিন মাহমুদ, এম আর মনজু, আসলাম সানী, আলম তালুকদার, ইসহাক খান, আলমগীর রেজা চৌধুরী, মোজাম্মেল হক নিয়োগী, অতনু তিয়াস, জ্যোৎস্নালিপি, কিঙ্কর আহসান, রনক ইকরাম, সাইফ বরকউল্লাহ্, শাম্মী তুলতুল, ড. শাহাদাৎ হোসেন নীপু, মাসুদ পথিক, কাজী রোজী, জুলফিয়া ইসলাম, জাহাঙ্গীর আলম জাহান ও অঞ্জনা সাহা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.