সিঙ্গাপুরে ক্ষমতাসীনদের প্রত্যাশিত জয়

সিঙ্গাপুরে সাধারণ নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়েছে ১৯৬৫ সাল থেকে দেশটির ক্ষমতায় থাকা পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। শুক্রবারের নির্বাচনে এ জয় লি সিয়েন লুংকে নতুন মেয়াদে প্রধানমন্ত্রী পদে আসীন হতে ভূমিকা রাখবে। খবর বিবিসি।

সিঙ্গাপুরের স্বাধীনতার জনক ও দীর্ঘদিনের শাসক লি কুয়ান ইউয়ের ছেলে লি ২০০৪ সাল থেকেই সিঙ্গাপুরে ক্ষমতায় আছেন। নির্বাচনে পিএপি প্রত্যাশিত জয় পেলেও তাদের ভোট আগের তুলনায় অনেক কমেছে। চূড়ান্ত ফলাফলে দলটি পার্লামেন্টের ৯৩টি আসনের মধ্যে ৮৩টিতে জিতেছে। তবে তারা ভোট পেয়েছে মোট ভোটের মাত্র ৬১ দশমিক ২ শতাংশ। পাঁচ বছর আগের নির্বাচনে দলটি প্রায় ৭০ শতাংশ ভোট পেয়েছিল।

ক্ষমতাসীনদের ভোট কমার পাশাপাশি এবার ইতিহাসের সেরা ফল দেখিয়েছে সিঙ্গাপুরের বিরোধী দল ওয়ার্কার্স পার্টি। পাঁচ বছর আগের তুলনায় কেবল ভোটই বাড়েনি তাদের, পার্লামেন্টের ১০টি আসনও আয়ত্তে নিয়েছে তারা।

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস মহামারীর মধ্যে অনেক দেশ নির্বাচন পিছিয়ে দিলেও সিঙ্গাপুর সে পথে হাঁটেনি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.