সরকার তিন কোটি ডোজ করোনা টিকা বিনা মূল্যে দেবে

করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে তিন কোটি ডোজ টিকা জনগণকে বিনা মূল্যে দেওয়া হবে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এই ভ্যাকসিন তৈরি করবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। এর নাম দেওয়া হয়েছে সার্স কভিড ভিটু এ জেড ১২২২। চলতি বছরের ১৪ অক্টোবর সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশের কাছে তিন কোটি ডোজ বিক্রির প্রস্তাব ছিল। এই প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা কম্পানির যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের টিকাটির ভারতে উৎপাদনের দায়িত্ব পেয়েছে সিরাম ইনস্টিটিউট।

ভ্যাকসিন কিভাবে বিতরণ করা হবে, সে বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রিপরিষদসচিব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ বিষয়ে নীতিমালা রয়েছে। সে অনুযায়ীই বিতরণ করা হবে। প্রতিটি ভ্যাকসিনের দাম জানা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই ভ্যাকসিন বিনা মূল্যে দেওয়া হবে। মানুষ তো পয়সা দেবে না, মানুষকে বিনা পয়সায় দেওয়া হবে। যে ভ্যাকসিন আসতেছে, সেটা বিনা পয়সায় দেওয়া হবে।

তবে কত দামে এই ভ্যাকসিনগুলো কেনা হবে- সেটা ক্রয়প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে জানা যাবে না বলে জানানো হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.