সকল সংকট রাতারাতি দূর করা সম্ভব নয়: অর্থমন্ত্রী

সব সংকট রাতারাতি দূর করা সম্ভব নয় বলে জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রোববার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে অগ্রাধিকার দেওয়া হবে। তবে সব সংকট রাতারাতি দূর করা সম্ভব নয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় একা পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারবে না। এক্ষেত্রে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করব।

তিনি আরও বলেন, অর্থপাচার রোধে কাজ করা হবে। টাকার মূল্য কমে গেছে। সেটা নিয়েও কাজ করা হবে। এ বিষয়ে দেখি কী করা যায়!

মাহমুদ আলী বলেন, অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে। একটু সময় দিন। এ চ্যালেঞ্জ সবাইকে নিয়ে মোকাবেলা করা হবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.