‘সংক্রমণ কমছে, স্কুল-কলেজ খুলে দিলে সমস্যা হবে না’

করোনা সংক্রমণ কমে আসছে, তাই সামনে স্কুল-কলেজ খুলে দিলে সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার মানিকগঞ্জে আওয়ামী লীগের এ মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এই মুহূর্তে আশার কথা হলো- স্কুল–কলেজের প্রায় সব শিক্ষার্থীকে টিকা দেয়া হয়ে গেছে। কলেজের প্রায় ২৮ লাখ শিক্ষার্থী বুস্টার ডোজ নিয়েছেন। স্বাস্থ্যবিধি মানা হলে স্কুল-কলেজ খুলে দিলে সমস্যা হবে না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার ও শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে থাকে। আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা পরামর্শ দিয়ে থাকি। ২১শে ফেব্রুয়ারির পর স্কুল–কলেজ খুলে দেয়া হতে পারে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। তবে আমাদের পরামর্শ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে যেন স্কুল–কলেজ খোলা হয়।

এ ছাড়া যেসব শিক্ষার্থী টিকা নেয়নি, তারা যেন টিকা নিয়ে নেয়।

জাহিদ মালেক আরও বলেন, করোনায় অনেক ছেলেমেয়ে স্কুল-কলেজে লেখাপড়া করতে পারেনি। বিশ্বে অনেক স্কুল খুলে দেয়া হয়েছে। সেখানে ক্লাস চলছে। স্কুল-কলেজ খুলে দেয়ার বিষয়ে আমাদের অনুমতি থাকবে।

মন্ত্রী বলেন, আমাদের দেশের ৮৫ ভাগ মানুষের টিকা নেয়া হয়ে গেছে। তাদের মৃত্যুঝুঁকি কমে গেছে। তবু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.