সংক্রমণে একদিনে যুক্তরাষ্ট্রকেও টপকে গেল ভারত, বিশ্বরেকর্ড!

একদিনে সংক্রমণের রেকর্ডে আমেরিকা, ব্রাজিলকেও টপকে গেল ভারত। রোববার বিশ্বের নিরিখে ভারত শীর্ষে পৌঁছেছে। এদিন ভারতে সংক্রমিত হয় তিপ্পান্ন হাজার ছশো সাতচল্লিশ জন। একইদিনে আমেরিকায় সংক্রমিত হয় ঊনপঞ্চাশ হাজার আটত্রিশ জন। ব্রাজিলে আক্রান্ত হয় চব্বিশ হাজার আটশো এক জন। জুলাই এর সাতাশ থেকে অগাস্ট এর দু তারিখ পর্যন্ত যে সপ্তাহটি গেছে তাতে মোট সংক্রমণে ভারত টপকে যায় ব্রাজিলকে। ভারতে এই সপ্তাহে আক্রান্ত মোট তিন লক্ষ ঊনসত্তর হাজার পাঁচশো আটান্ন। ব্রাজিলে ঐসপ্তাহে আক্রান্ত হয় তিন লক্ষ তেরো হাজার সাতশ তিয়াত্তর জন।

শীর্ষে ছিল আমেরিকা চার লক্ষ একচল্লিশ হাজার আটশো আট সংখ্যা নিয়ে। এর মধ্যে একটিই স্বস্তির খবর, সোমবার ভারতে গত ছ’ দিনের মধ্যে সব থেকে কম সংক্রমণের ঘটনা ঘটেছে। ছ’ দিনে এই প্রথম সংক্রমণ পঞ্চাশ হাজারের নিচে নেমেছে। সোমবার সংক্রমিত হয়েছেন ঊনপঞ্চাশ হাজার একশো চৌত্রিশ জন। মৃত্যুও সোমবার কমেছে। গোটা ভারতে এদিন মারা যান আটশো চোদ্দ জন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.