শ্রীলঙ্কায় সরকার উৎখাতের গোপন ষড়যন্ত্র তদন্তে পুলিশ

জোরপূর্বক সংসদ দখল করে সরকার উৎখাতের চেষ্টা করায় এবং গত জুলাই মাসে সাবেক প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের পদত্যাগের পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে বাধা দেওয়ার জন্য কিছু ‘বিক্ষোভকারী’ গ্রুপকে উৎসাহিত করার অভযোগে দেশের কিছু রাজনীতিবিদের জড়িত থাকার বিষয়ে ব্যাপক তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কার পুলিশ।

সূত্রের বরাতে দেশটির ইংরেজি দৈনিক ডেইলি মিরর বলছেঃ ওইসব রাজনীতিবিদরা এমনকি সেসব ঘটনার সাথে জড়িত গ্রুপগুলোর সাথে আলোচনায় দালালিও করেছিলেন৷ এখন তাদের কর্মকাণ্ডের তদন্ত করা হচ্ছে।

বলা হচ্ছেঃ গোটাবাইয়া রাজাপাকসেকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করার পর সংসদ সদস্যদের দ্বারা নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে বাধা দেওয়ার জন্য সংসদ ঘেরাও করে দখল করে নিতে বিক্ষোভকারীর বেশে আসলে তারা একটি গ্রুপের লোকজন ছিলেন।

তদন্তকারীদের জানানো হয়েছিল যে, ওই গ্রুপটি দেশের সুপ্রিম কোর্ট ঘেরাও করার পরিকল্পনাও করেছিল।

You might also like

Leave A Reply

Your email address will not be published.