‘যে দেশে শিক্ষকদের বেতন সর্বাধিক’

প্রদ্যোত রায়, কবি-বাচিকশিল্পী-সংগঠক

এটা কোন বিদেশী ব্যান্ড দলের গ্রুপ ফটো নয়। একটি দেশের শিক্ষামন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী‌ এরা।

সর্ববামে ৩২ বছর বয়সী লি এন্ডারসন, একটি দেশের শিক্ষামন্ত্রী, যে দেশে শিক্ষকদের বেতন হলো সর্বাধিক।

দ্বিতীয়জন হলেন ৩২ বছর বয়সী উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্যাটরি কুলমানি, যিনি সে দেশের জন্য ৫৫ বিলিয়ন ইউরোরও বেশি বাজেট প্রণয়ন করবেন (৬ লাখ কোটি টাকারও বেশি)।

তৃতীয়জন হলেন সেই দেশটির ৩৪ বছর বয়সী প্রধানমন্ত্রী স্যান্না মরিন, যে দেশটি দীর্ঘদিন দুর্নীতিমুক্ত দেশের টপ-থ্রির একটি অবস্থান ধরে রেখেছে।

চতুর্থজন হলেন ৩৪ বছর বয়সী মারিয়া ঐশালো। তিনি হলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং সে দেশের অপরাধপ্রবণতা বিশ্বে ন্যূনতমের একটি। দেশটির নাম ফিনল্যান্ড।

ঘুরে আসুন ফিনল্যান্ড থেকে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.