‘যুদ্ধে যুক্তরাষ্ট্রের লাভ, বাইডেনের এক ফোনে যুদ্ধ শেষ হতে পারে’

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দাবি করেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার সাথে যুদ্ধে ঠেলে দিয়েছে এবং এই সংঘর্ষ থেকে যুক্তরাষ্ট্র উপকৃত হয়েছে।

শনিবার রাশিয়ার রাষ্ট্র-চালিত বার্তা সংস্থা তাস এর বরাতে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিক নিউজউইক জানিয়েছে, জাপানের টিবিএস-কে দেয়া এক সাক্ষাৎকারে লুকাশেঙ্কো পুতিনের কর্মকাণ্ডের জন্য পশ্চিমাদের দায়ী করে বলেছেন, “পশ্চিমারা তাদের এই যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।”

উল্লেখ্য, লুকাশেঙ্কো প্রায় দুই দশক ধরে বেলারুশের রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন। বিশ্লেষকরা তাকে “ইউরোপের শেষ স্বৈরশাসক” বলে থাকেন।

লুকাশেঙ্কো দাবি করেন, “যদি তিনি [বাইডেন] একটা ফোন করেন, যদি  যুক্তরাষ্ট্র ইউক্রেনের মাটিতে শান্তি প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেয়, তবে যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে। তবে, তার এমন কোনো ফোন করার সম্ভাবনা কম। এর কারণ, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি আমেরিকানদের জন্য লাভজনক। আমেরিকা এটাই চায়।”

You might also like

Leave A Reply

Your email address will not be published.